নিজস্ব প্রতিবেদন ঃ ওদের একজন হরিমায়া শর্মা,অন্যরা হলেন নীলু বিশ্বকর্মা, প্রতিমা রাই,সুনীতা শর্মা, কিরন লাকড়া, চন্দন বিশ্বকর্মা সহ আরও অনেকে। চা বাগানের অনগ্রসর মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ থেকে খাদ্য বিতরণ এবং বিভিন্ন সামাজিক কাজ করার জন্য তাঁরা তৈরি করেছেন পীস ক্লাব সেবা সদন।শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের অর্ড টেরাই চা বাগান এবং তার আশপাশে তাদের সামাজিক ও মানবিক কাজ চলছে। পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকা থেকে শুরু করে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিও তাঁরা চালিয়ে যাচ্ছেন। চা বাগান এলাকায় অনেকের মধ্যে টিকা গ্রহণে ভীতি বা অনীহা রয়েছে। সেই অনীহা দূর করতেও এই পীস ক্লাব সেবা সদনের মহিলা বাহিনী দারুণ কাজ করে চলেছে।