নকশালবাড়ির চা বাগানে করোনার বিরুদ্ধে টিকাকরন শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা ঠেকাতে বিভিন্ন অস্ত্রের মধ্যে অন্যতম হল টিকাকরন। ওমিক্রনের মতো নতুন মিউট্যান্ট ভাইরাস এলেও বিশেষজ্ঞরা কিন্তু পুরোদমে টিকাকরন চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু এখনও বহু মানুষের টিকা নিয়ে ভীতি রয়েছে। অনেকেই এখনো টিকার প্রথম ডোজই গ্রহণ করে নি।শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের ত্রিহানা এবং অর্ড চা বাগানে এরকম বহু শ্রমিক রয়েছে। এইসব চা শ্রমিকদের বুঝিয়ে শুক্রবার ত্রিহানা এবং অর্ড টেরাই চা বাগানের মাঝে বেংডুবি স্বাস্থ্য কেন্দ্রের টিকাকরন শিবিরে পাঠানো হয়। স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের সহযোগিতায় ওই টিকাকরন শিবির সফল করতে এদিন সক্রিয় ভূমিকা পালন করেন শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যান সংস্থার সদস্যরা। তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির সমাজসেবী কৌস্তুভ দত্ত, বেথেল চার্চ এসোসিয়েশনের সমাজসেবী স্বদীপ্ত স্যামুয়েল, অনুগ্রা এসেম্বলি চার্চ এবং পীস সেবা সদনের সদস্যরা। পীস সেবা সদনের মহিলা সদস্যারা স্থানীয় মানুষকে কয়েকদিন ধরে বোঝান যে টিকা কেন নেওয়া প্রয়োজন। এদিন সকলকে কোভিশিল্ড প্রদান করা হয়। প্রথম ডোজ ছাড়াও টিকার সেকেন্ড ডোজও প্রদান করা হয়।