নিজস্ব প্রতিবেদন ঃ বড়ো দিনের ছুটি এগিয়ে আসছে। তার সঙ্গে নতুন বছরতো আছেই। ছুটি মানেই একটু কাছেপিঠে ঘুরে আসা। শিলিগুড়ি থেকে মাত্র এক ঘন্টা দূরে কালিম্পং জেলার পনবু পাহাড়ের চূড়ায় কিন্তু নিরিবিলিতে ডুব দেওয়া যায় প্রকৃতির মধ্যে। সেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, সূর্যোদয় বেশ সুন্দরভাবে উপভোগ করতে পারেন। পনবু পাহাড়ের চূড়া থেকে আপনি সমতল শিলিগুড়ি ডুয়ার্স দেখতে পারবেন সে এক অপূর্ব দর্শন।থাকতে পারেন হোম স্টে কিংবা তাবুতেও থাকতে পারেন।শিলিগুড়ি থেকে সেভক কালিঝোরা ছাড়িয়ে এন এইচ পিসির জলবিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে সোজা আঁকাবাঁকা পাহাড়ি পথে পৌঁছে যেতে পারেন মনভোলানো পনবুতে।