বিশেষ চাহিদাসম্পন্নদের রক্তদান শিবির শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা সময়কাল থেকেই রক্তদান শিবিরগুলি তেমন ভাবে না হওয়ায় উত্তরবঙ্গ জুড়েই রয়েছে রক্তের সংকট।আর তাই রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে এলো বিশেষ চাহিদাসম্পন্নরা।শুক্রবার বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে শিলিগুড়ি বাঘাযতীন ক্লাবে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিক ফাউন্ডেশন এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিনের এই রক্তদান শিবিরে ৫০ জন নিজের রক্ত দান করেন।জানা গেছে এর মধ্যে অধিকাংশই ছিল বিশেষ চাহিদাসম্পন্ন বাকিরা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য।জানা গেছে এদিনের এই শিবির থেকে সংগৃহীত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হবে।