জলপাইগুড়ি থেকে ঘুমন্ত বুদ্ধ!!!ঃ

নিজস্ব প্রতিবেদন ঃ এখন‌ও সেভাবে জাঁঁকিয়ে শীত পড়েনি। তবে এরই মধ্যে জলপাইগুড়ি থেকে দর্শন পাওয়া গেলো ঘুমন্ত বুদ্ধের। বৃহস্পতিবার সকাল থেকে এই বিরল দৃশ্য দেখলেন জলপাইগুড়ি শহরবাসী।
কাঞ্চন‌জঙ্ঘার এমন মনোরম দৃশ্য দেখে অভিভূত সকলেই। ডিসেম্বর মাসের দ্বিতীয় দিন পড়ে গেলেও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার পাশাপাশি জলপাইগুড়ি জেলাতে এখন‌ও তাপমাত্রার পারদ খুব বেশি নামেনি। ১৭-১৮ ডিগ্রির মধ্যেই রয়েছে তাপমাত্রা। জাঁকিয়ে শীত না পড়ায় কুয়াশার চাদর‌ও নেই এখন। আকাশ পরিস্কার থাকার কারণে বৃহস্পতিবার ভোর থেকেই দৃশ্যমান হল ঘুমন্ত বুদ্ধের কাঞ্চনজঙ্ঘা।