গুলমা চা বাগানের শিশুদের মধ্যাহ্নভোজন

নিজস্ব প্রতিবেদন ঃ সনিকা হাইত ও প্রিয়াঙ্কা হাইত, তাদের পিতা প্রয়াত সুপ্রকাশ হাইতের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরীচিকা ওয়েলফেয়ার সোসাইটির সাথে বুধবার শিলিগুড়ির নিকটে গুলমা চা বাগানের নিজভাসা গ্রামে শিশুদের জন্য মধ্যাহ্ন ভোজন এর অায়োজন করে। অপুষ্টি দূরীকরণে ফিড এন্ড ফিল কর্মসূচির অঙ্গ হিসেবে ১৩২ জন শিশু ও ২০ জন সাধারণ গ্রামবাসী এতে অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতে খেলাধুলা ও গানবাজনায় শিশুরা হৈ-হুল্লোড় করে কাটায় তারপর মহাআনন্দে মধ্যাহ্ন ভোজন সারে। এই অভিনব উদ্যোগ সামিল হয়েছিল মাতৃকল্যান নামে এস এইচ জি দল ও সাধারণ মানুষ। পিতার মৃত্যুবার্ষিকীতে একটি শুভ-উদ্যোগে সামিল হতে পেরে ভীষণ খুশি সনিকা, প্রিয়াঙ্কা ও তার পরিবারের সদস্যরা। ভবিষ্যতে মরীচিকা ওয়েলফেয়ার সোসাইটির সাথে আরো কিছু কর্মসূচিতে থাকবেন বলে আশ্বাস দিয়েছে হাইত পরিবার। শিশুরাও খুব খুশি।