ইসলামপুরে হোয়াটসঅ্যাপ গ্রুপের মানবিক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদন ঃ শহরনামা নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পড়ুয়াদের মধ্যে বন্টন করা হলো পঠন-পাঠন সামগ্রী। সোমবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর টাউন লাইব্রেরী হলে আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি নেয় হোয়াটসআপ গ্রুপের মানবিক সদস্যরা।
উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর ধরে ওই গ্রুপের সদস্যরা মিলে বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন। করোনা সংক্রমনের মুহূর্তে বাড়ি বাড়ি খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া ছিল দীর্ঘ দিন ধরে অব্যাহত।গ্রূপের প্রতিষ্ঠা দিবসে এ ধরনের ব্যতিক্রমী কর্মসূচি নেওয়া হয় বলে জানান সংস্থার এডমিন।
অতিথিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা প্রেসক্লাবের সভাপতি রঞ্জিত যাদব প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষিকা তৃষা গুহনিয়োগী, অর্পিতা দত্ত প্রমূখ। এদিন সামাজিক কাজের জন্য সম্মান প্রদান করা হয়।