বহু দিন পর খুললো স্কুল, শিলিগুড়িতে ছাত্রছাত্রীদের উষ্ণ অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদন ঃ মঙ্গলবার ১৬ নভেম্বর, থেকে সরকারি নির্দেশে রাজ্যের বিদ্যালয়গুলোতে নবম-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আবার নতুন করে পঠন পাঠন শুরু হলো।করোনা পরিস্থিতির জন্য এতদিন স্কুলগুলো সব বন্ধ ছিলো। এতদিন পর ছাত্রছাত্রীদের কাছে পেয়ে শিক্ষক শিক্ষিকারা আপ্লুত।শিলিগুড়ি হায়দরপাড়ায় বুদ্ধভারতী স্কুলে এদিন স্কুল খোলার সময় ফোটা ফুলের গাছ, স্যানিটাইজার-এর বোতল ও মাস্ক ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বিদ্যালয়ের শুরুতে পুরসভার ব্যাবস্থাপনায় বিদ্যালয়ের প্রতিটি কক্ষ স্যানিটাইজ করা হয়। প্রতিটি শৌচাগারে বালতিতে করে ফিনাইল গোলা জল রাখা হয় যাতে প্রতিবার শৌচাগার ব্যবহার করার পর যথেষ্ট পরিমাণ দেওয়া হয়। জিগজ্যাগ করে শিক্ষার্থীদের বসানো হয়। প্যারা টিচাররা শিক্ষার্থীদের শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য সবসময় সজাগ দৃষ্টি রেখেছেন। স্কুলের প্রধান শিক্ষক স্বপ্নেন্দু নন্দী বলেছেন, স্কুল খোলায় ভালো লাগছে, তবে অপেক্ষা করছি কবে আরও ছোটোরা বিদ্যালয়ে আসবে।