নিবেদিতা স্মরনে অনুষ্ঠান শিবমন্দিরে

নিজস্ব প্রতিবেদন ঃ বৃহস্পতিবার মহীয়সী নারী ভগিনী নিবেদিতার ১৫৫ তম জন্মদিনে তাঁর চরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার তরফে।স্বামীজির আশীর্বাদে এক বিদেশিনী থেকে তিনি হয়েছিলেন সত্যিকারের স্বদেশীনি,মা সারদার আদরের ‘খুকী’, স্বামীজির ভগিনী নিবেদিতা, রবীন্দ্রনাথের
‘লোকমাতা’, শ্রী অরবিন্দের ‘শিখাময়ী’ এবং আরও বহু নামে পরিচিতা। এই নারী ভারতে সেবা সাহচর্য ও নারীশিক্ষার জন্য জীবনপাত করেছিলেন স্বামীজির
স্বপ্নকে সাকার করতে। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ জানিয়েছেন, স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে নিবেদিতা ভারতের দুঃস্থ অসহায় অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন মানুষের সেবায় জীবন উৎসর্গ করে গিয়েছেন জীবনের শেষদিন পর্য্যন্ত। এছাড়া নারী শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।বাড়ি বাড়ি গিয়ে তিনি মেয়েদের প্ররণা দিতেন শিক্ষা গ্রহণের জন্য। প্রতিষ্ঠা করে গিয়েছেন অনেক বিদ্যালয়, আজো সেখানে চলে শিক্ষাদান।
বৃহস্পতিবার তাঁর জন্মদিনে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় সম্পাদক সজল কুমার গুহের শিবমন্দিরের বাড়িতে বসেই, করোনার অতিমারিতে। উপস্থিত ছিলেন সংস্থার সহ সম্পাদক ও কোষাধ্যক্ষ যথাক্রমে অনিল সাহা ও দুলাল দত্ত।