ধূপগুড়িতে পুজোর মুখে দোকানঘরের চাবি পেলেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদন ঃ পুজোর মুখে দোকানঘরের চাবি।জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি‌র সুরেশ দে স্মৃতি মার্কেটের দোকান ঘরের চাবি তুলে দেওয়া হল ব‍্যবসায়ীদের হাতে। শুক্রবার জলপাইগুড়ি জেলা পরিষদ ভবনে আয়োজিত একটি সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় দোকান ঘরের চাবি।
মূলত মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জি‌র উদ‍্যোগে এই মার্কেট ভবনের নির্মাণ কাজ তড়িঘড়ি শেষ করা হয়। এদিন জেলা পরিষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, সহ সভাধিপতি দুলাল দেবনাথ, জেলা পরিষদের অতিরিক্ত জেলা‌শাসক সমীরণ মণ্ডল সহ বিভিন্ন আধিকারিকরা। অনুষ্ঠানে‌র মধ‍্য দিয়ে মোট ৯৫ জন ব‍্যবসায়ীর হাতে দোকান‌ঘরের চাবি তুলে দেওয়া হয়। পুজোর আগে দোকান‌ঘর পেয়ে খুব খুশি হন ধূপগুড়ি শহরের ব‍্যবসায়ীরা।