করোনায় প্রয়াত বৈশালি গুহ মিত্রর স্মরনসভা শিলিগুড়ি সূর্যসেন কলোনিতে

নিজস্ব প্রতিবেদন ঃ গত ১৬ জুন করোনায় আক্রান্ত হয়ে মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন সমাজসেবী বৈশালি গুহ মিত্র। টানা ২৮ দিন লড়াই চালানোর পর তিনি প্রয়াত হন শিলিগুড়ির একটি নার্সিং হোমে। শুক্রবার ২৪ সেপ্টেম্বর ছিল তাঁর জন্মদিন। সেই জন্মদিনই এদিন হয়ে উঠলো তাঁর স্মরনসভা। শিলিগুড়ি সূর্যসেন কলোনিতে মুভি ক্রাফট মিডিয়া লাইন প্রডাকশনের উদ্যোগে সেই স্মরণসভা অনুষ্ঠিত হয়। মুভি ক্রাফট মিডিয়ার অন্যতম কর্নধার বাবলু ব্যানার্জী এবং তাঁর স্ত্রী চৈতালি ব্যানার্জী এদিন প্রথমে প্রয়াত বৈশালি গুহ মিত্রর প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান।তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি ট্যাক্সেশন বার এসোসিয়েশনের সভাপতি কল্যান সাহা, নার্সিং ট্রেনিং কলেজের ইনচার্জ দুর্বা মৈত্র চ্যাটার্জী, প্রখ্যাত খেলোয়াড় অশোক চক্রবর্তী, শ্যামল বিশ্বাস, চয়ন গুহপ্রমুখ সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা সেখানে বৈশালি গুহ মিত্রের নিঃশব্দ সামাজিক কাজের উল্লেখ করেন। প্রসঙ্গত মুভি ক্রাফট মিডিয়া লাইন প্রডাকশন এর অন্যতম কর্নধার চৈতালি ব্যানার্জীর আপন বোন ছিলেন বৈশালি গুহ মিত্র। এদিন অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরবঙ্গ থ্যালাসেমিয়া ও প্রতিবন্ধী সেবা সংস্থার আহ্বায়ক বিমল বনিক । অনুষ্ঠান শেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় মুভি ক্রাফট মিডিয়ার তরফে। দৃষ্টিহীন শিশু শিল্পী শিখা সাহা সেখানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে।