শিলিগুড়ির শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটিতে পুজোর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা বিধি মেনেই এবার পুজো হবে শিলিগুড়ি দুই মাইল জ্যোতিনগর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির আশ্রমে।একইসঙ্গে এই আশ্রমে এবার কুমারি পুজো হবে ঘটে। করোনা সতর্কতার অঙ্গ হিসাবে আশ্রমের প্রতিমা বা পুজো দর্শন করতে গেলে মুখে মাস্ক বেঁধে রাখতে হবে। মঙ্গলবার শিলিগুড়ি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির সাধারন সম্পাদক কমল মজুমদার এবং কোষাধ্যক্ষ শ্যামল সরকার জানিয়েছেন, তাঁরা পুরোদমে পুজোর প্রস্তুতি শুরু করেছেন। অনেক দূরদূরান্ত থেকে ভক্তরা এই আশ্রমের পুজো দেখতে আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের ভাব ও দর্শনকে সামনে রেখে পুজো হয় এই আশ্রমে। পুজো ছাড়াও বছরের বিভিন্ন সময় এই আশ্রম থেকে অনেক সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়।