করোনা বিধি মেনে পুজো আনন্দময়ী কালিবাড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ করোনি বিধি মেনেই এবারও দুর্গা পুজো অনুষ্ঠিত হবে শিলিগুড়ির ঐতিহ্যমন্ডিত আনন্দময়ী কালিবাড়িতে।চারনকবি মুকুন্দ দাসের স্মৃতি বিজড়িত আনন্দময়ী কালিবাড়িতে এবারও পুরনো রীতি মেনেই মন্দির চত্বরে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে। এবার কালিবাড়ির পুজো ৯০ তম বর্ষে পদার্পন করছে। আনন্দময়ী কালিবাড়ির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানিয়েছেন, পুজোর যে নিয়মনীতি রয়েছে সেই নিয়মে কোনও কাটছাঁট হচ্ছে না। তবে করোনার সতর্কতার জন্য অন্য কিছু নিয়মে পরিবর্তন ঘটছে। যেমন অতিরিক্ত ভিড় এড়াতে অঞ্জলি এবং প্রসাদ বিলিতে কিছু সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সেখানে কিছু কাটছাটও হচ্ছে। সামাজিক কর্মসূচির মধ্যে তাঁরা দুহাজারের মতো শাড়ি এবার বিলি করবেন অনগ্রসর মানুষদের মধ্যে। কিছু সুকনো খাবার বিলির কথাও ভাবনাচিন্তার মধ্যে রয়েছে। পুজোর প্রস্তুতি এখন পুরোদমে চলছে। আর এরমধ্যেই মানুষের সেবার কথা ভেবে রবিবার কালিবাড়ি চত্বরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বলে ভাস্করবাবু জানিয়েছেন।