শিলিগুড়ি পুরসভার সহযোগিতায় ব্যবসায়ীদের টিকা

নিজস্ব প্রতিবেদন ঃ বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির উদ্যোগে শুক্রবার শিলিগুড়ি শহরের দুটি স্থানে ব্যবসায়ীদের টিকা দেওয়া হয় পুরসভার সহযোগিতায়। সেই দুটি স্থান হল হায়দরপাড়া স্পোর্টিং ক্লাব এবং প্রধান নগরে মেঘনাথ সাহা ব্যবসায়ী সমিতি অফিস। হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সহায়তায় হায়দরপাড়া স্পোর্টিং ক্লাব চত্বরে এদিন সকাল থেকে টিকা প্রদান করা হয়। টিকা গ্রহনের জন্য ব্যবসায়ী সমিতি কার্যালয়ে যোগাযোগ করেন অনেকেই। ব্যবসায়ী সমিতির কর্মকর্তা নির্মল কুমার পাল জানিয়েছেন, প্রথমে এদিন সকালে হায়দরপাড়া ব্যবসায়ী সমিতি অফিসেই টিকা প্রদানের ব্যবস্থা হয় কিন্তু বিদ্যুৎ না থাকায় পরে সেই টিকা প্রদানের কাজ শুরু হয় হায়দরপাড়া স্পোর্টিং ক্লাব চত্বরে।
এদিকে বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব রায়মুহুরি জানিয়েছেন, ৭.০৮.২০২১ শনিবার ‘শিলিগুড়ি পৌর কর্পোরেশন’-এর পক্ষ থেকে ‘বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে দুটি স্থানে ক্যাম্পের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের টিকাকরণ করা হবে। স্থান : ‘ঘোগোমালী মেইন রোড ব্যবসায়ী সমিতি’ অফিস, এবং ‘এন.জে.পি. স্টেশন মার্কেট ব্যবসায়ী সমিতি’ অফিস। সময় : সকাল ১১টা থেকে বিকাল ৪টা।