জলপাইগুড়িতে দরিদ্র অসহায় মানুষদের সেবা সন্ন্যাসীর

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা পরিস্থিতির মধ্যে অসহায় অবস্থায় থাকা দরিদ্র মানুষদের প্রতিনিয়ত সাহায্য করে চলেছেন এক সন্ন্যাসী। প্রতিমাসেই নিয়মিতভাবে দু’বার করে চাল, ডাল, আলু সহ অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি।
জলপাইগুড়ি‌র বিভিন্ন প্রান্তের মোট ১৩৬টি পরিবারের অসহায় সদস্যদের এভাবেই সহায়তা করে চলেছে‌ন আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের আচার্য শুভমিত্রানন্দ অবদূত। মোটরবাইক চেপে নিজেই তিনি দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছে দিচ্ছেন এই খাদ‍্য‌সামগ্রী। কখনও বস্তী এলাকায় পরিসেবা দিচ্ছেন। আবার কখনও কখনও মোটরবাইকে খাদ্য সামগ্রী নিয়ে কুড়ি কিলোমিটার দূরে চলে যাচ্ছে‌ন তিনি।তিনি জানান, খাবারের প‍্যাকেট তৈরি করে ব‍্যাগে করে সবমিলিয়ে ১৩৬ টি পরিবারের হাতে নিয়মিত দিয়ে আসছেন এইসব খাদ্য সামগ্রী। তাঁর কাছ থেকে এভাবে সহায়তা পেয়ে বেশ উপকৃত হচ্ছেন দরিদ্র মানুষেরা।