ডাক্তার হয়ে গরিবের সেবা করতে চায় রহিত

নিজস্ব প্রতিবেদন ঃ সি বি এস ইর ফলাফলে দারুণ ফল করেছে শিলিগুড়ির রহিত বর্ধন। মঙ্গলবার ফলাফল বের হলেও বুধবার যখন শহরের সম্ভাব্য প্রথম হয়েছে জানা হতেই খুশির হাওয়া বর্ধন পরিবারে।আগামীতে ডাক্তার হয়ে গরীবের সেবাই মূল লক্ষ্য রহিতের।
শিলিগুড়ি পুরসভার ৩৭ নম্বর ওর্য়াডের বাসিন্দা রতন বর্ধন ও শিপ্রা বর্ধনের পুত্র রহিত বর্ধন চলতি বছরের সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় অনলাইন পরীক্ষার ভিত্তিতে ফলাফল ঘোষণা হয়। সেই নিরিখে সুকনার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের দশম শ্রেণী ছাত্র রহিত বর্ধন সম্ভাব্য প্রথম জানাজানি হতেই আনন্দে মেতে ওঠেন রহিতের মা ও বাবা।রহিতের স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সেই আনন্দ লক্ষ্য করা যায়। রহিত জানায়, তাঁর এই সাফল‍্যের পেছনে স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে গৃহশিক্ষিক সমানভাবে তাকে সহযোগিতা করেছে। সে আগামীতে ডাক্তার হয়ে গরীব মানুষের পাশে থেকে চিকিৎসা পরিসেবা দিতে চায়, এটা তাঁর প্রধান স্বপ্ন।মা শিপ্রা বর্ধন ও বাবা রতন বর্ধন জানান যে ছোট থেকে পড়াশোনায় রহিত ভালো ছিল এবং স্কুলে প্রথম সারিতেই থাকতো।