নিজস্ব প্রতিবেদনঃশনিবার বিকালে শিলিগুড়ি শিবমন্দিরে প্রয়াস ফাউন্ডেশনের একটি সভা অনুষ্ঠিত হয় কর্ণধার বিশ্বজিৎ ভট্টাচার্যের বাড়িতে। বিএড কলেজের অধ্যক্ষ ডঃ বিভূতিভূষণ সারাঙী, ডাঃ সৌম্যদীপ কর, লেখক অনিল সাহা, গণেশ বিশ্বাস, পম্পা ভট্টাচার্য প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও সম্পাদক সজল কুমার গুহ সেখানে উপস্থিত ছিলেন।
সভায় স্থির হয় আগামী দিনে শিবমন্দির এলাকায় একটি ডাম্পিং গ্রাউন্ড তৈরী করার উদ্যোগ নেওয়া হবে। তাছাড়া প্লাস্টিকের বাড়বাড়ন্ত বন্ধ করা, আরো গাছের চারা রোপণ করা এবং পরিবেশকে সুস্থ রাখার উদ্যোগ নেওয়া হবে ।
সভায় সজল কুমার গুহর তৃতীয় বই সকালের চিঠি, যা গত ৭ জুলাই প্রকাশিত হয় আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে, তা উপস্থিত সবার হাতে তুলে দেন লেখক সজল কুমার গুহ।