শিলিগুড়িতে ডায়াবেটিস নিয়ে সচেতনতা, ইনসুলিন ভীতি কাটানোর আবেদন

নিজস্ব প্রতিবেদন ঃ বিশ্ব জুড়েই এখন চিন্তার বিষয় ডায়াবেটিস। আর বিশ্বের ডায়াবেটিস রাজধানী হয়ে উঠেছে ভারত।বহু ক্ষেত্রে কো-মরবিডিটির জেরে মৃত্যুর অন্যতম কারণ হয়ে উঠছে ডায়াবেটিস। ভারতে এখন আট কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছে।আবার ডায়াবেটিসের জন্য আধুনিক অনেক চিকিৎসাও বেরিয়েছে। এরমধ্যে অন্যতম হল ইনসুলিন ইঞ্জেকশন চিকিৎসা। অনেক মানুষ আবার ডায়াবেটিস থাকলেও ইনসুলিন চিকিৎসা নিতে ভয় পান।এই অবস্থায় শুক্রবার শিলিগুড়িতে কিনস ডায়াবেটিসের উদ্যোগে হান্ড্রেড ইয়ার্স অফ ইনসুলিন ডিসকাভার ডে পালিত হয়েছে। কিনস ডায়াবেটিস এর মেডিকেল ডিরেক্টর ডাঃ শেখর চক্রবর্তী, ডায়াবেটোলজিস্ট ডাঃ হিরন্ময় পাল, এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ শুভদীপ প্রামানিক বক্তব্য রাখেন। তাঁরা ইনসুলিন চিকিৎসার আধুনিক পদ্ধতি সম্পর্কে সকলকে অবহিত করেন। তাঁরা জানান, ইনসুলিন নেওয়ার প্রয়োজন হলে ভয়ের কিছু নেই। ইনসুলিন দেওয়া এখন অনেক সহজ।এতে কোনও ব্যথা হয় না, এবং তা নিরাপদ।