বৃক্ষরোপনে সদিচ্ছা ওয়েলফেয়ার এবং প্রয়াস ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদন ঃ শুক্রবার উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল লাগোয়া কাওয়াখালি এলাকায় বৃক্ষরোপন করে শিলিগুড়ি শক্তিগড়ের সদিচ্ছা ওয়েলফেয়ার সোসাইটি। স্থানীয় নেতাজি পল্লী বকুল তলার বাসিন্দা অঞ্জনা গুহ তাঁর মায়ের স্মৃতির উদ্দেশ্যে এদিন কুড়িটি মেহগনি গাছের চারা দান করেন সদিচ্ছা ওয়েলফেয়ার সোসাইটির কর্নধার তথা সমাজসেবী মুনমুন সরকারকে। অঞ্জনাদেবীর মা রেবা দেবরায় খুব গাছ ভালোবাসতেন। কিছু দিন আগে তিনি মারা যান। অথচ রেখে গিয়েছেন বহু গাছের চারা। তাই গাছের মধ্যেই বেঁচে থাকুক তাঁর মা, এই ভাবনা থেকে এদিন ২৫টি চারা গাছ মুনমুনদেবীর হাতে তুলে দেন অঞ্জনাদেবী। শুধু চারা গাছই নয়, সেই সঙ্গে তিনি খাচাও প্রদান করেন।অঞ্জনাদেবীকে এই কাজে উৎসাহিত করেন বাবলি ব্যানার্জী এবং শিল্পী পালিত। এরপর এদিন মুনমুনদেবী গাছগুলো নিয়ে কাওয়াখালি সি আর পি এফ ক্যাম্পের সামনে যান।সেখানে রাস্তার ধারে এবং সি আর পি এফ ক্যাম্পর মধ্যে চারাগুলো রোপন করা হয়। প্রসঙ্গত করোনা আক্রান্তদের বিনা পয়সায় নিজের টোটোতে চাপিয়ে হাসপাতালে পৌঁছে দিয়ে গোটা দেশে নজির তৈরি করেছেন মুনমুন সরকার। তাঁর ওই কাজের সঙ্গে এদিন বৃক্ষরোপন অন্য মাত্রা পায়।
এদিকে শিলিগুড়ি শিবমন্দির এলাকায় পরিবেশ সচেতনতার জন্য সম্প্রতি তৈরি হয়েছে প্রয়াস ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার শিবমন্দিরের বি এড কলেজ, সৎ সঙ্গ বিহার প্রভৃতি এলাকায় বৃক্ষরোপন হয়।প্রয়াস ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য এবং সম্পাদক সজল কুমার গুহ জানিয়েছেন, কদিন আগেই তাঁরা শিবমন্দির বাজারে বৃক্ষরোপন করে প্লাস্টিকের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন।