নিজের সঙ্গীত চর্চার কথায় কলকাতার বেহালা থেকে সুমিতা ঘোষ

শিল্পী পালিত ঃ আজ আমাদের এই ওয়েবনিউজ পোর্টাল এর আত্মকথা বিভাগে কলকাতা থেকে সঙ্গীত শিল্পী সুমিতা ঘোষ লিখেছেন তাঁর কথা —–
————-
আমি সুমিতা ঘোষ। বর্তমানে আমি কলকাতায় বেহালায় থাকি। সঙ্গীত নিয়ে বিশেষ কিছু বলার নেই । রক্ষণশীল পরিবারে জন্ম আমার।ঘরোয়া জলসাতেই সীমাবদ্ধ ছিলাম।আমার বাবা সঙ্গীত অনুরাগী ছিলেন। তার অনুপ্রেরণায় গান শেখা। আমি যখন ক্লাস 5 তখন বাবা চলে গেলেন। তার পরে দাদা- দিদিদের মাঝে বড়ো হওয়া,বিক্ষিপ্তভাবে সংগীত চর্চা।বিবাহের পরে স্বামীর অনুপ্রেরণা পেয়েছি কিন্তু শেখবার সুযোগ হয়নি।তারপরে আমার মেয়ে দিয়া এলো আমাদের জীবনে।ওর শারীরিক,মানসিক চিকিৎসা করানোর জন্য ছুটে বেরিয়েছি বিভিন্ন জায়গায়।কারণ দার্জিলিংয়ে সেসব ব্যবস্থা ছিলনা।এখন এতদিন পরে আমরা একসাথে বসবাস করছি।এরইমধ্যে ছেলে এসেছে জীবনে,এখন ওর ক্লাস 12. সংসার দেখতে গিয়ে নিজের স্বপ্ন ভুলে গেছি। এখন দিয়া আমায় অনুপ্রেরণা দেয়।খবরের ঘণ্টার সুযোগে একটু চর্চা হচ্ছে।আমি চাই দিয়া ওর গান নিয়ে পরিচিতি পাক। ছেলে, মেয়ে নিয়ে কলকাতা এসে যখন বসবাস করছি 2013 সাল তখন শ্রাবণী সেনের কাছে কয়েক মাস গান শিখেছি।সংসারের কারণে ছেড়ে দিতে বাধ্য হই। আসলে মেয়েদের বিয়ের আগের আর পরের জীবন সম্পূর্ন আলাদা।কত দায়িত্ব! যা কিছুতেই এড়িয়ে যাওয়া যায় না। আর হ্যাঁ বিয়ের আগে দুই বছর নজরুলগীতি শিখেছি শ্রদ্ধেয়া পূরবী দত্ত এর ছাত্রী,দীপাদির কাছে। আরও একটু বলার ছিল,আমি যে বিক্ষিপ্ত সঙ্গীত চর্চা লিখেছে সেই সময় একজন মাস্টার মহাশয় ( এখন তিনি না ফেরার দেশে)এর কাছে তিন বছর শাস্ত্রীয় সংগীত শিখেছি। শ্রদ্ধেয় মাস্টার মহাশয় এর নাম মুরারী মোহন দেব।

Mrs. Sumita Ghosh.swagatam Apartment.G-3.DH Road.kolkota 8.