মৃত্যুর পর এভাবেও মানুষ বেঁচে থাকে!

নিজস্ব প্রতিবেদন ঃ তাদের মা এখন পৃথিবীতে নেই। কিন্তু পৃথিবীতে সশরীরে বেঁচে না থাকলেও মানুষ বেঁচে থাকতে পারে সৎ বা শুভ কর্মের মাধ্যমে। কারও বাবা বা মা প্রয়াত হলেও প্রয়াত গুরুজনদের সৎ ও সেবামূলক শুভ কর্মের মাধ্যমে বাঁচিয়ে রাখতে পারেন সন্তানরা। শনিবার ১৮ই জুলাই এরকমই একটি অনুষ্ঠান হল শিলিগুড়িতে। প্রয়াত বেলা রানী সিনহার মৃত‍্যু বার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে ৪জন বিশেষভাবে সক্ষম ভাইকে ন‍্যাশনাল মারোয়ারী ফাউন্ডেশনের সহযোগিতায় কৃত্রিম অঙ্গ(পা )প্রদান করা হয়।
শিলিগুড়ি শহরের আশপাশ থেকে আসা ৪জন মানুষকে এই কৃত্রিম অঙ্গ দানের মাধ‍্যমে মার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয় বলে জানান পরিবারের মেয়ে শ্রীমতী মিলি সিনহা। শনিবার ছিল বেলারানী সিনহার তৃতীয় মৃত্যু বার্ষিকী। এর আগেও মায়ের স্মরনে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্তব্য পালন করেছেন বিশিষ্ট সমাজসেবী মিলি সিনহা।