করোনা পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা জলপাইগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা পরিস্থিতির মধ্যে‌ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি‌তে। শনিবার সমস্ত রকম করোনা‌বিধি মেনে পরীক্ষা হয় জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে।
করোনা পরিস্থিতি শুরু হ‌ওয়া‌র পর থেকে প্রায় দেড় বছর ধরে সমস্ত রকম পরীক্ষা‌ই বন্ধ রাখা হয়েছিল রাজ‍্যে। জলপাইগুড়ি‌তেও বড় কোন‌ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যদিও শনিবার স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। প্রচণ্ড বৃষ্টির মধ্যে‌ও প্রায় ৪৫০ জন পরীক্ষা‌র্থীর মধ্যে ৩৯৫ জন পরীক্ষা দিয়েছে এদিন। ইঞ্জিনিয়ারিং কলেজের সেন্টার ইনচার্জ চিন্ময় ঘোষ বলেন, পরীক্ষা শুরু হ‌ওয়া‌র আগে প্রতিটি পরীক্ষা হল স‍্যানিটাইজড করা হয়েছে। পাশাপাশি প্রত‍্যেক ছাত্র ছাত্রীর জন্য ছিল মাস্ক ও স‍্যানিটাইজারের ব‍্যবস্থা। করোনা‌বিধি মেনে অবশেষে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হ‌ওয়া‌য় ছাত্রছাত্রীদের পাশাপাশি খুশি প্রকাশ করেন অভিভাবক‌রাও।