করোনা বিদায় নেয়নি, মাস্ক নিয়ে সতর্কতা দার্জিলিং জেলা প্রশাসনের

নিজস্ব প্রতিবেদন ঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ খানিকটা কমলেও করোনা কিন্তু এখনও বিদায় নেয়নি।বিশেষজ্ঞরা এখন তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন। তাই করোনা বিধির বিভিন্ন সতর্কতা যেমন মাস্ক দিয়ে নাক ও মুখ ঢেকে রাখা, শারীরিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহার করা, সাবান দিয়ে হাত পরিস্কার করা,টিকা গ্রহণ করা এবং সর্বোপরি ভিড় বা জমায়েত এড়িয়ে চলা কিন্তু এখনও মেনে চলতে হবে। দ্বিতীয় ঢেউয়ে সংক্রমন একটু কম থাকায় অনেকেই করোনা বিদায় নিয়েছে ভেবে আর মুখে মাস্ক রাখছেন না।আবার অনেকেই মাস্ক পকেটে বা থুতনিতে বেঁধে রাখছেন। এই অবস্থায় দার্জিলিং জেলা জুড়ে পুলিশ প্রশাসন মাস্ক ব্যবহারের ওপর সতর্কতা বা নজরদারিতে নেমেছেন।