সঙ্গীতের নেশায় মগ্ন ইন্দ্রানী হুই গানের স্কুল খুলতে চান

শিল্পী পালিত ঃ আজ আমাদের খবরের ঘন্টা ওয়েবনিউজ পোর্টালের আত্মকথা বিভাগে শিলিগুড়ি রানিডাঙা থেকে নিজের কথা লিখে পাঠিয়েছেন ইন্দ্রানী হুই—
নমস্কার আমি শ্রীমতি ইন্দ্রানী হুই। সংগীত জগতে কিভাবে প্রবেশ করেছি সেটা বলতে গেলেই প্রথমে বলব আমার মায়ের কথা।আমার মায়ের জন্যই আমি সংগীত জগতে আসতে পেরেছি। 1990 সনে 10জুলাই , ধূপগুড়িতে আমার জন্ম। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। কিন্তু বাবাকে আমি বেশিদিন কাছে পাইনি। কারণ আমার চার বছর বয়সে আমার বাবা পথ দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে মা, ঠাকুমা এই দুজনের ছায়াতেই আমার বেড়ে ওঠা। শুনেছি ছোটবেলা থেকেই আমার গান শেখার খুব আগ্রহ ছিল,কোনো বাড়িতে হারমোনিয়াম দেখলেই বাজিয়ে গান করতে চাইতাম তাই দেখে আমার মা আমাকে একটা হারমোনিয়াম কিনে দিলেন।স্বনামধন্য সঙ্গীত শিল্পী এবং শিক্ষাগুরু শ্রীবাপ্পাদিত্য রায় চৌধুরী মহাশয়ের কাছে শুরু হল আমার গান শেখা।তবলায় প্রথমে শ্রী সুব্রত সরকার এবং পরবর্তীতে শ্রী আনন্দ দেবশর্মা মহাশয়ের কাছে শিখতাম। প্রায় সব রকম গান ই শিখেছি। ছোট থেকে প্রচুর প্রতিযোগিতামূলক, সমবেত সংগীত এবং আমন্ত্রণমূলক অনুষ্ঠানে অংশগ্রহন করেছি। প্রচুর পুরষ্কারও পেয়েছি ।মা- ই সব অনুষ্ঠানে আমাকে নিয়ে গেছেন। এরপর উত্তরবঙ্গের মাটির গানের প্রতি আকর্ষণ অনুভব করলাম। মা যোগাযোগ করলেন উত্তরবঙ্গের স্বনামধন্য ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী এবং শিক্ষাগুরু শ্রীসিদ্ধেশ্বর রায় মহাশয়ের সাথে এবং ওনার কাছে আমার ভাওয়াইয়া গান শেখা শুরু হল। পরবর্তীতে স্বনামধন্য ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী শ্রীমতী সুমিত্রা রায় মহাশয়ার কাছে আমি বেশ কিছু বছর ভাওয়াইয়া গান শিখেছি ,অনুষ্ঠান করেছি ।2010সালে আমি ছাত্রযুব অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হই এবং জেলাস্তর থেকে রাজ্যস্তরে অংশগ্রহণ করার সুযোগ পাই। এছাড়া শিলিগুড়ি আকাশবাণীতে ভাওয়াইয়া সঙ্গীত এর অনুষ্ঠান করেছি।এরপর 2012সালে একুশ বছর বয়সে আমার বিয়ে হয় রাণীডাঙা নিবাসী শ্রী শুভব্রত হুই এর সাথে। উনিও সঙ্গীত জগতের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িত। আমার স্বামীর সাহায্যে এখানে স্বনামধন্য শিক্ষাগুরু শ্রীমতি বর্ণালী বসু মহাশয়ার কাছে শাস্ত্রীয় সংগীতের তালিম নেই ।বিয়ের আগে ও পরে গান শেখাতাম। কিন্তু করোনা আবহে সবই বন্ধ। ইচ্ছে আছে একটা গানের স্কুল খোলার। আপনারা সবাই পাশে থাকুন এবংআশীর্বাদ করুন আমি যেন আরও এগিয়ে যেতে পারি।
Ranidanga
Siliguri
Darjeeling