শিবমন্দিরে পরিবেশ সচেতনতার ভাবনায় প্রয়াস ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ির শিবমন্দিরে মাটিগাড়া চা বাগান সংলগ্ন গার্ড ওয়ালের কাছে প্রদীপ জ্বালিয়ে বুধবার যাত্রা শুরু হল প্রয়াস ফাউন্ডেশনের।অনুষ্ঠানে সংস্থার উদ্দেশ্য বর্ণনা করেন মূল কর্ণধার বিশ্বজিৎ ভট্টাচার্য। সংগঠনের অন্যতম কর্ণধার প্রিয়াঙ্কা ভট্টাচার্য চাইছেন,এই অঞ্চলের মানুষের মধ্যে আরো বেশি করে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে ।অনুষ্ঠানে অন্যতম বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ সৌম্যদীপ কর ও আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন শিবমন্দির যুবার কর্ণধার সৌমেন কুন্ডু , বিট্টু এবং আরও অনেকে। অনুষ্ঠানস্থলের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু প্লাস্টিক বস্তায় ভরে তা নষ্ট করার কর্মসূচিও পালিত হয় সেখানে । শেষে একটি বৃক্ষ রোপন করা হয়।
শ্বেতা কর এর গাওয়া গান ” আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে::: অনুষ্ঠানের একটা অন্য মাত্রা পায়। সবশেষে প্রদীপের আলোর সামনে লাগাতর পরিবেশ সচেতনতা বৃদ্ধির শপথ গ্রহন করা হয় ।সংস্থার মাধ্যমে গরিব অসহায় মানুষের পাশেও দাড়ানো হয়।