শিলিগুড়িতে প্রতি রাতে ভবঘুরেদের মধ্যে খাবার বিলি

নিজস্ব প্রতিবেদনঃ করোনা নিয়ন্ত্রণ করার জন্য রাজ্যে বিভিন্ন বিধিনিষেধ চলছে। আর এর ফলে আবার কিছু মানুষ অর্থ সঙ্কটে পড়েছে। সমস্যায় পড়েছে রাস্তার ভবঘুরেরাও।আর সেই পরিস্থিতির কথা চিন্তা করে শিলিগুড়ির ইউনিক ফাউন্ডেশন টিম শুরু করেছে জনতার কিচেন। প্রতিদিন তাঁরা অসহায় গরিব মানুষকে রাতের খাবার তুলে দিচ্ছে। শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের এই রাতের খাবার তুলে দেওয়ার জন্য এক মাস ধরে তাদের সহযোগিতা করছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের অমরজ্যোতি ইন্টারন্যাশনাল স্কুল।স্কুলের তরফে ডিরেক্টর রেনু সাহা এবং অমর সাহা জানিয়েছেন। মানবিক ও সামাজিক ভাবনা থেকেই তাঁরা একমাস ধরে ইউনিক ফাউন্ডেশন টিমের স্বেচ্ছাসেবীদের হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন। সেসব খাবারের প্যাকেট ইউনিকের স্বেচ্ছাসেবীরা প্রতিদিন রাতে শিলিগুড়িতে অসহায় ভবঘুরেদের মধ্যে বিলি করছেন।