ঐতিহাসিক ব্যক্তিত্ব জগদীশ সরকারের পারলৌকিক কাজ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদন ঃ গত ১২ জুন রাতে শিলিগুড়ি সুকান্ত নগরে ৯৭ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐতিহাসিক ব্যক্তিত্ব জগদীশ চন্দ্র সরকার। তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। বৃহস্পতিবার শিলিগুড়ি সুভাষ পল্লীর ভারত সেবা শ্রম সংঘে তাঁর পারলৌকিক কাজ সম্পন্ন হয়। সেখানে এদিন গরিব দুঃখীদের মধ্যেও খাবার বিলি করা হয়। প্রয়াত জগদীশ চন্দ্র সরকার কোচবিহার রাজবাড়িতে কাজ করেছেন। কোচবিহার রাজ পরিবারের বহু ঘটনার তিনি জীবন্ত সাক্ষী ছিলেন। কোচবিহারের রাজা জগদীপেন্দ্র নারায়ন ভূপবাহাদুরের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল। রাজ পরিবারের হয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তাঁর কন্যা নন্দিতা ভৌমিক জানিয়েছেন, কোচবিহারের প্রাক্তন সাংসদ প্রসেনজিৎ বর্মন, বিধায়ক মিহির গোস্বামী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।কোচবিহার রাজ পরিবারের ওপর তিনি ইতিহাস বইও লিখে গিয়েছেন। ইতিহাস গবেষকদের কাছে তাঁর লেখা বই আগামীদিনে বহু মূল্যবান দলিল হতে পারে। রাজ পরিবারের অনেক অজানা তথ্য বইতে উল্লেখ করা আছে।