নিজস্ব প্রতিবেদনঃ করোনা মোকাবিলায় রাজ্য সরকার একাধিক আইন জারি করেছে ৷ এর মধ্যে বাজারঘাট দোকানপাট সকাল ৭ টা থেকে বেলা ১০ টা পর্যন্ত ও বিকেল বেলা ৫টা থেকে রাত ৭ টা পর্যন্ত সময় ধার্য্য করেছে রাজ্য সরকার ৷ কিন্তু এই নিয়ম তেমন ভাবে মানা হচ্ছিল না আলিপুরদুয়ার শহরে ৷ শনিবার হঠাৎ রাত ৮ টা নাগাদ আলিপুরদুয়ারের মহকুমা শাসক প্রীয়দর্শিনী ভট্টাচার্য আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকার দোকান বাজার পরিদর্শন করেন ৷ রাত ৯ টা পর্যন্ত বহু দোকান খোলা দেখতে পাওয়া যায় ৷ দুজন ব্যবসায়ীকে আটক করেন মহকুমা শাসক ৷ তিনি বলেন, আজ সকলকে সচেতন করা হল , কাল থেকে নিয়ম ভাঙ্গলে ফাইন ও গ্রেপ্তার করা হবে ৷ কোন ছাড় দেওয়া হবে না কাউকেই ৷