নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ উন্নত মানের ক্যান্সার স্ক্রিনিং শিবির বসতে চলেছে শিলিগুড়িতে।৩০ সেপ্টেম্বর রবিবার সকাল থেকে সেই শিবির বসাতে চলেছে শিলিগুড়ির মনীষা নন্দী ফাউন্ডেশন। কলকাতার টাটা মেডিকেল সেন্টার এবং ডাক্তার সপ্তর্ষি ঘোষের পরিচালনায় ওই শিবির বসবে। মনীষা নন্দী ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সেদিন ওই শিবির নয়, ক্যান্সার প্রতিরোধ সচেতনতার ওপর আলোচনা সভাও হবে।তাতে বক্তা হিসাবে থাকছেন ডাঃ জয়দীপ ভৌমিক ছাড়া ডাঃ অসীমা মুখোপাধ্যায়ও।আলোচনার বিষয়,ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ। তার বাইরে শিশু বিশেষজ্ঞদের নিয়ে তারা তথ্য কেন্দ্রের দীনবন্ধু মঞ্চেে শিশু স্বাস্থ্য নিয়ে আলোচনা সভার আয়োজন করছেন বলে মনীষা নন্দী ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর সজল নন্দী জানিয়েছেন। অনুষ্ঠানে রক্তদান শিবির যেমন হবে তেমনই বসে আকো প্রতিযোগিতা হবে। তৃতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত তিনটি বিভাগে ছাত্রছাত্রীরা বসে আকোতে অংশ নেবে। অনুষ্ঠান শুরুতে মনীষা নন্দী স্মারক বক্তৃতাও হবে। সজলবাবু বলেন, উন্নত মানের ক্যান্সার স্ক্রীনিং শিবিরেে এসে মানুষেরা পরীক্ষা করাতে পারেন।বিদেশে প্রাথমিক পর্যায়ে স্ক্রীনিং করে ক্যান্সার চিহ্নিত করা হয়। তারপর চিকিৎসা করে ক্যান্সার ঠেকানো হয়। কিন্তু আমাদের দেশে ক্যান্সার হওয়ার শেষ পর্যায়ে রোগী ডাক্তারের কাছে যান।তখন আর রোগীকে বাঁচাতে পারেন না চিকিৎসক। তাই সচেতনতার জন্য প্রথমেই স্ক্রীনিং করা দরকার। ক্যান্সার শুরুতেই ধরা পড়লে রোগী ভালো হয়ে যাবে।