ছোট ভাই ব্রেন টিউমারে আক্রান্ত, পড়তে না পেরে কাঁদছিল প্রিয়াংশু

নিজস্ব প্রতিবেদন ঃ ছোট্ট শিশু রাকেশ ব্রেন টিউমার সহ অন্য অনেক ব্যাধিতে আক্রান্ত। তাঁর চিকিৎসার খরচ সংগ্রহ করে তাঁকে বাঁচিয়ে রাখাটাই করোনা পরিস্থিতিতে বড় যুদ্ধ আর্থিক সঙ্কটে থাকা বাবা-মায়ের কাছে। এই অবস্থায় বড় ছেলে প্রিয়াংশুকে কিভাবে পড়াবেন, চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল বাবা-মার কাছে। কিন্তু মেধাবী ছাত্র প্রিয়াংশু পড়তে চায়, ওর মনে যে বহু স্বপ্ন!! ঘরের কোনে পড়তে চেয়ে আপন মনে ঝরঝর করে চোখের জল ফেলছিল প্রিয়াংশু, ওর এই পড়তে চাওয়ার আগ্রহ পৌঁছে গিয়েছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল লাগোয়া মেডিকেল মোড়স্থিত লিভ লাইফ হ্যাপিলি অর্গানাইজেশনের দুই বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ নন্দী এবং পৌলমী চাকী নন্দীর কাছে। নন্দী দম্পতি দার্জিলিং পাব্লিক স্কুলের নজরে বিষয়টি নিয়ে এলে ওই স্কুল কতৃপক্ষ প্রিয়াংশুকে একাদশ শ্রেনীতে ভর্তি করে নিয়েছে।করোনার এই দুঃসময়ে একজন আর্থিক দিক থেকে অনগ্রসর মেধাবী ছাত্রকে পড়াশোনা করবার সুযোগ দিয়ে বিশেষ করে এই ছাত্রের কাছ থেকে কোনওরকম ফী না নিয়ে এক ব্যতিক্রমী এবং প্রশংসনীয় ইতিবাচক ভাবনার নজির রাখল দার্জিলিং পাব্লিক স্কুল। দার্জিলিং পাব্লিক স্কুলের এই কাজ এবং সেখানকার কর্ণধার বিজয় শা-র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রিয়াংশুর অভিভাবকেরা।