ফালাকাটায় চাঁদা তুলে মাস্ক বিতরন ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিবেদন ঃ স্কুল খুলেছিল , কয়েকদিন ক্লাসও হয়েছিল ৷ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে আবার সব বন্ধ ৷ আবার বাড়িতেই পড়াশোনা ৷
কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউয়ে যেন অনেকটাই ছাপ পরেছে এই ছাত্রছাত্রীদের মনে ৷
পথেঘাটে তারা দেখছে বহু মানুষ এখনও এই ভাইরাস সম্বন্ধে ওয়াকিবহাল নয় , মাস্কহীন বহু মানুষ আজও গ্রামের হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছেন৷ তাদের কথা ভেবেই আতঙ্কিত হয়ে পরছে এই ছাত্র ছাত্রীদের মন ৷ ভাবনা থেকেই কিছু করার চিন্তা ৷
আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বর হাই স্কুলের একাদশ শ্রেনীর ছাত্র ছাত্রীরা নিজেরাই ঠিক করলো, সমাজের এই মানুষগুলোর জন্য কিছু করা উচিত ৷ তাই নিজেরাই চাঁদা তুলে আজ সারা দিন ধরে মাস্কহীন মানুষদের মাস্ক বিতরন করল৷ বিতরণ করা হল সাবান , স্যানিটাইজার ৷
স্কুলের ছাত্র তাপস সেন জানায়, মানুষকে সচেতন করতেই তাদের এই উদ্যোগ ৷ স্কুলের শিক্ষক গৌতম পাল বলে, ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রস্তাব আসতেই তাদের আমরাও উৎসাহিত করলাম ৷ এই মহামারীতে মানুষ হিসাবে মানুষের পাশে দাড়ানোই প্রথম ও প্রধান কাজ ৷ স্কুলের ছাত্র ছাত্রীদের এই উদ্যোগে খুশি স্কুল পরিচালন সমিতির সভাপতিও ৷