শিলিগুড়িতে শেষ হাসি হাসলেন বিজেপির শঙ্কর ঘোষ

নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি পুরসভার নির্বাচনে প্রথম বার ২৪ নম্বর ওয়ার্ডে সিপিএমের টিকিটে প্রার্থী হয়েই জয়ী হয়েছিলেন তিনি। আর জয়ী হয়ে ওয়ার্ড কাউন্সিলর হওয়ার পাশাপাশি বাম পরিচালিত পুর বোর্ডে তিনি মেয়র পরিষদ সদস্য হন। আবার হঠাৎ করে এবার ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই প্রার্থী হন শিলিগুড়িতে। আর প্রথম বার বিধান সভার আসনে প্রার্থী হয়ে বিপরীতে দুই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে নামতে হয় তাঁকে। শেষমেষ শেষ হাসি হাসলেন তিনিই। হ্যাঁ,শিলিগুড়ি বিধান সভা আসনে সংযুক্ত মোর্চার প্রার্থী অশোক ভট্টাচার্য এবং তৃনমুলের হেভিওয়েট প্রার্থী ডঃ ওমপ্রকাশ মিশ্রকে পরাজিত করে জয়ী হলেন বিজেপির তরুন প্রার্থী তথা শিক্ষক ডঃ শঙ্কর ঘোষ। রবিবার বিধান সভার ফলাফল ঘোষিত হলে দেখা যায়, বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ওমপ্রকাশ মিশ্রকে ৩৫৫৮৬ ভোটে পরাজিত করেছেন। এই কেন্দ্রে বহু দিনের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের স্থান তৃতীয়। বিজেপির শঙ্কর ঘোষ পেয়েছেন ৮৯৩৭০টি ভোট, আর তৃণমূলের ওমপ্রকাশ মিশ্র পেয়েছেন ৫৩৭৮৪টি ভোট। সংযুক্ত মোর্চার প্রার্থী অশোক ভট্টাচার্য এখানে পেয়েছেন মাত্র ২৮৮৩৫টি ভোট। এই কেন্দ্রে অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট —কাকলি মজুমদার (রায়)–১২৫৫, চয়ন গুহ –৫৯৪, ছোটন সাহা–৩০৬, দীপ্তি রায় –৩৭৯, নিন্টু দত্ত–৬৪৯, ভূষন কুমার সোনি—৪৪৭, হাবুল ঘোষ —৯৫৭। মোট চারটে ভোট নষ্ট হয়েছে এই কেন্দ্রে। নোটায় ভোট পড়েছে ২০৭৪টি।