নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার ২৭.০৪.২০২১ তারিখে ডাবগ্ৰাম-২ গ্ৰাম পঞ্চায়েত কার্যালয়ে রাজগঞ্জ ব্লক উন্নয়ন অধিকারিকের নির্দেশে এবং পঞ্চায়েত প্রধানের আহ্বানে করোনা (Covid-19) সংক্রান্ত বিষয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই এলাকার সবকয়টি ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি ‘বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি’কে আমন্ত্রণ জানানো হয়। সভায় বাজার/হাটগুলিতে লাগাতার সচেতনমূলক প্রচার, প্রতি সপ্তাহে স্যানিটাইজ করা, ক্রেতা-বিক্রেতা সকলের মাক্স ও স্যানিটাইজার ব্যবহার সুনিশ্চিত করা এবং মাক্স পরিহিত না থাকলে কোন ক্রেতাকে জিনিস বিক্রি না করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে নরেশ মোড় হাট স্থানন্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই সভায় ‘বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি’র পক্ষে সাধারণ সম্পাদক ও অন্যান্য পদাধিকারীরা এবং একতিয়াশাল হাট, আশিঘর মোড়, নরেশ মোড়, জলেশ্বরী বাজার, রামকৃষ্ণ মিনি মার্কেট প্রভৃতি ব্যবসায়ী সংগঠনের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব রায়মুহুরি জানিয়েছেন,’বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি’র আবেদনের পরিপ্রেক্ষিতে ‘শিলিগুড়ি পৌর কর্পোরেশন’-এর পক্ষ থেকে মঙ্গলবার (২৭.০৪.২০২১) সকালে ফুলেশ্বরী মাছ বাজার ও সবজি বাজার এবং শান্তিনগর বৌ-বাজার এলাকায় স্যানিটাইজ করা হয়।২৮.০৪.২০২১ তারিখে বুধবার সকাল ৯টা থেকে সুভাষপল্লী, রথখোলা ও রবীন্দ্রনগর বাজার এলাকায় পৌর কর্পোরেশনের পক্ষ থেকে স্যানিটাইজ করা হবে।