শিলিগুড়ি সেভক রোডের সরকার পাড়ায় পরিবেশ রক্ষার কথা বলতে গিয়ে আক্রান্ত স্কুল শিক্ষক, অভিযোগ

নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়ি পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের সেভক রোড লাগোয়া এলাকায় রয়েছে সরকার পাড়া। সেখানে নর্দমা নিয়মিত পরিস্কার হয় না। আর তার জেরে পরিবেশের সমস্যা হচ্ছিল। কিন্তু সেই নর্দমা পরিস্কার করার কথা বলতে গিয়ে প্রতিবেশী যুবকের হামলায় আহত হলেন স্কুল শিক্ষক অচিন্ত্য অধিকারী। তিনি হায়দরপাড়ার একটি স্কুলের শিক্ষক। অচিন্ত্যবাবুকে আহত অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ত্রী মহুয়া অধিকারী ভক্তিনগর থানায় প্রতিবেশী যুবক অভিষেক আগরওয়ালার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ পেশ করেছেন। মহুয়াদেবী তাঁর অভিযোগে অভিষেকের পিতা অরুন আগরওয়ালা এবং তাঁর স্ত্রীর সঙ্গে নর্দমা পরিস্কার নিয়ে নিয়মিত হয়রানির অভিযোগও তুলেছেন। মহুয়াদেবী তাঁর অভিযোগ পত্রে তাঁর ওপরও শারীরিক নিগ্রহের অভিযোগ করেন। যদিও অরুন আগরওয়ালা, তাঁর স্ত্রী এবং পুত্র অভিষেক আগরওয়ালা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সবৈব মিথ্যা বলে পাল্টা অভিযোগ জানিয়েছেন। পুলিশ উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে পরিবেশ রক্ষার অভিযোগ এবং তাকে ঘিরে অশান্তি নিয়ে এলাকায় বিভিন্ন মহলে চর্চার কেন্দ্র হয়ে ওঠে গত ২ এপ্রিল থেকে। আক্রান্ত স্কুল শিক্ষক এখন হাসপাতাল থেকে ছুটি পেয়ে এখন বাড়িতে রয়েছেন।