রাঁচিতে অনুষ্ঠিত জাতীয় যুদ্ধ কলা ক্রীড়া প্রতিযোগিতায় পদক ময়নাগুড়ির

নিজস্ব প্রতিবেদনঃ ঝাড়খন্ডের রাঁচিতে অনুষ্ঠিত জাতীয় যুদ্ধ কলা ক্রীড়া প্রতিযোগিতায় পদক জিতে এল ময়নাগুড়ির রাজদীপ্ত দাস এবং অভিজ্ঞান মোদক। রাজদীপ্তের বাবা শঙ্কর দাস ময়নাগুড়িতে এই ক্রীড়ার প্রশিক্ষন দেন। তিনি জানিয়েছেন, বৌদ্ধ ভিক্ষুরা নিজের জীবন দৃঢ় করা, ধ্যান মেডিটেশন এবং শরীরকে শক্তিশালী করতে এই যুদ্ধ কলা ক্রীড়ার খুব অনুশীলন করেন। জঙ্গলে হিংস্র পশুদের হাত থেকে নিজেকে রক্ষা করতেও এই যুদ্ধ কলা বিদ্যায় অনেক অনুশীলন কৌশল রয়েছে। এশিয়ান গেমসেও রয়েছে এই যুদ্ধ কলা ক্রীড়া। এটি চিনের জাতীয় খেলাও। ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত ওই জাতীয় যুদ্ধ কলা ক্রীড়ায় বাংলা থেকে ৩২ জন অংশগ্রহণ করে। এরমধ্যে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রাজদীপ্ত দাস এবং অভিজ্ঞান মোদক পদক জিতে এসেছে। এই ক্রীড়ায় অংশ নেওয়া প্রতিভাবানেরা সরকারি উৎসাহ পেলে আরও এগিয়ে যেতে পারবে বলে শঙ্করবাবু জানান।