মাছের উৎপাদন বৃদ্ধির ভাবনায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলা মৎস্যজীবিদের প্রশিক্ষন

নিজস্ব প্রতিবেদনঃ আসন্ন বর্ষার আগেই চারা পোনা মাছের উৎপাদন বৃদ্ধির ভাবনায় উত্তরবঙ্গের জেলায় জেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলা মৎস্যজীবিদের নিয়ে প্রশিক্ষন শুরু করেছে রাজ্য মৎস্য দপ্তর। আর এর প্রথম পর্বের প্রশিক্ষন সম্প্রতি শেষ হয়েছে জলপাইগুড়ির রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে। প্রশিক্ষণের জন্য সহায়তা করছে রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্র, জলপাইগুড়ি। শিলিগুড়িতে রাজ্য মৎস্য দপ্তরের উত্তরবঙ্গের অতিরিক্ত অধিকর্তা ডঃ প্রশান্ত কুমার জানা জানিয়েছেন, এই পদ্ধতির মাধ্যমে পুকুরগুলোর পরিবেশও আরও উন্নত হবে। জলপাইগুড়ি মৎস্য দপ্তরের আধিকারিক সুমন সাহা বলেন, সম্প্রতি ১২টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ২৪ জন মহিলা মৎস্যজীবিকে প্রশিক্ষন দেওয়া হয়েছে। রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিজ্ঞানী ইন্দ্রনীল ঘোষ জানিয়েছেন, কিভাবে আধুনিক প্রযুক্তিতে উন্নত মানের চারা পোনা তাঁরা পুকুরে তৈরি করতে পারেন তার প্রশিক্ষন দেওয়া হয়েছে। তাছাড়া পুকুরের ধারে সব্জি, মুরগী হাঁস প্রতিপালন কিভাবে হতে পারে সে বিষয়েও তাদের শেখানো হয়েছে। মৎস্য দপ্তরের সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিজ্ঞানী ইন্দ্রনীলবাবু সেই প্রশিক্ষণ পর্ব সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রচন্ড পরিশ্রম করেন। জৈব পদ্ধতিতে সেই মৎস্য চাষের বিষয়েও অনেক কিছু শেখানো হয় সেই প্রশিক্ষনে।