নিজস্ব প্রতিবেদনঃখাতার মধ্যে ইংরেজিতে উল্টোভাবে লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে নজির গড়ল জলপাইগুড়ি শহরের দেবাদিত্য সাহা। মাত্র চার বছর পাঁচ মাস বয়সে এই কৃতিত্ব অর্জন করেছে সে। এজন্য স্কুলের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা দেওয়া হয়।
জলপাইগুড়ি শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের এলকেজি শ্রেণির ছাত্র দেবাদিত্য। দেবাদিত্যের মা চুমকি সরকার সাহা পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাবা মিঠুন সাহা ব্যাডমিন্টন প্রশিক্ষক। চুমকিদেবী বলেন, ‘ছেলেকে ওয়ান থেকে টেন পর্যন্ত লিখতে দিলে বেশিরভাগ সময়ই খাতা উল্টো করে ইংরেজিতে বানান করে লেখে। এমনটা দেখে আমরাও খুব অবাক হয়ে যাই।’ তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই স্কুল বন্ধ রয়েছে। যদিও স্কুল বন্ধ থাকলেও দেবাদিত্য প্রতিদিন বাড়িতেই পড়াশোনা ও ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকে।টেলিভিশনে কার্টুন ছবি দেখতে দেখতে দেবাদিত্য ইংরেজিতে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যা উল্টো দিক থেকে কথায় লিখতে শিখেছে।’ তার এই প্রতিভা দেখেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের লোকেরা। এরপরই সবচেয়ে কম বয়সী প্রতিভা হিসেবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের জায়গা করে নেয় দেবাদিত্য। তার স্কুলের প্রিন্সিপাল স্মারণী বিশ্বাস চক্রবর্তী বলেন, দেবাদিত্যের এই কৃতিত্বের জন্য আমরাও খুবই গর্বিত।