কুমারগ্রাম ব্লকের বারবিশায় শুরু সবলা মেলা

নিজস্ব প্রতিবেদন,আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলা সবলা মেলা অনুষ্ঠিত হচ্ছে কুমারগ্রাম ব্লকের বারবিশা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে । এই মেলা চলবে ৩রা ফেব্রুয়ারী পর্যন্ত । আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগেই এই মেলা অনুষ্ঠিত হচ্ছে ।এদিন মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন রাজ্য সরকারের বঙ্গরত্নপ্রাপ্ত রাজেন্দ্রনাথ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার সহ অন্যন্য বিশিষ্ট জনেরা ।

এই সবলা মেলা থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া উপভোক্তাদের জমির পাট্টা বিতরণ, মহিলাদের সেলাই মেশিন, ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হয় মেলা থেকে । এদিন সবলা মেলায় স্বনির্ভর গোষ্ঠীর স্টলগুলি পরিদর্শন করেন জেলার প্রশাসনিক আধিকারিকরা । মেলায় মোট ৩৬ টি স্টল রয়েছে । এই বিষয়ে আলিপুরদুয়ার ডিআরডিসি প্রকল্প উন্নয়ন আধিকারিক ইন্দ্রজিৎ তালুকদার বলেন, আলিপুরদুয়ার জেলা সবলা মেলা অনুষ্ঠিত হচ্ছে কুমারগ্রাম ব্লকের বারবিশা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে । এই মেলা চলবে ৩রা ফেব্রুয়ারী পর্যন্ত। এই মেলাকে সুষ্ঠু ভাবে পরিচলনা করছে কুমারগ্রাম ব্লক প্রশাসন।