দেশ প্রেমের ভাবনায় রিমোটের ওপর ব্যতিক্রমী চিত্র শিল্প মিঠুর

নিজস্ব প্রতিবেদনঃদেশ প্রেমের ভাবনায় টিভি রিমোটের ওপর অন্যরকম চিত্র শিল্প করে নজির তৈরি করলেন শিলিগুড়ি ঘোঘোমালি নেতাজি কলোনির চিত্র শিল্পী মিঠু রায়। মঙ্গলবার সাধারণতন্ত্র দিবসের দিন সেই রিমোটের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। অশোকবাবু এই ধরনের শিল্প কর্মের তারিফ করেন। চিত্র শিল্পী মিঠু রায়কে তাঁর কাজে সবসময় প্রেরনা দিয়ে চলেছেন তাঁর স্ত্রী সীমা সাহারায়।

বিভিন্ন রকম শিল্প কর্মের জন্য খ্যাতি অর্জন করেছেন মিঠু রায়। মেয়েদের কপালে পড়ার টিপের ওপর তাঁর অনেক সূক্ষ্ম অঙ্কন শিল্প রয়েছে। ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস আরও বহু রেকর্ডের তালিকায় যুক্ত হয়েছে তাঁর নাম। পৃথিবীর বিভিন্ন দেশেও মিঠু রায়ের চিত্র কলার প্রদশর্নী হচ্ছে। শিলিগুড়ির ওপর চিত্র শিল্প নিয়ে একশ দিনের বিশেষ এক কর্মসূচি অভিযান শুরু করেছেন এই শিল্পী।