মরেও বেঁচে থাকবে ওরা, এনজেপি সুকান্ত পল্লীতে স্মৃতি সৌধ, সামাজিক ও মানবিক ধর্ম

নিজস্ব প্রতিবেদনঃমরেও বেঁচে থাকবে ওরা। শিলিগুড়ি এনজেপি সুকান্ত পল্লীতে আগামী ২৭ জানুয়ারি তিন জনের নামে বসছে স্মৃতি সৌধ।২০০৭ সালের আগস্ট মাসে মাত্র ১৪ বছর বয়সে মৃত্যু হয় স্বরুপ দের।২০১০ সালের অক্টোবর মাসে মাত্র আট বছর বয়সে মৃত্যু হয় বিরাজ সরকারের। আর ২০২০ সালের ২৯ ডিসেম্বর মাত্র ৩১ বছর বয়সে মৃত্যু হয় চন্দ্রিমা রায়ের। তাদের স্মরনে বসছে স্মৃতি সৌধ। বিরাজ সরকার স্মৃতি ট্রাস্ট ওই অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে এদিন ট্রাস্টের তরফে দেবাশীষ মুখার্জি জানান, ২৭ তারিখ সকালে তাঁরা এলাকায় কিছু সামাজিক কাজও করবেন। মৃত বিরাজ সরকারের বাবা পুলিশ কর্মী বিকাশ সরকার সেদিন তাঁর বেতনের টাকা থেকে ক্যান্সার আক্রান্ত এক রোগীকে কেমোর জন্য অর্থ সাহায্য করবেন। এছাড়া আরও অনেক কর্মসূচি রয়েছে। কিছু অসহায় দরিদ্র মানুষের মধ্যে খিচুড়ি বিলি করবেন সাংবাদিক অংশুমান চক্রবর্তী। এছাড়া করোনা যোদ্ধা কিছু বিশিষ্ট মানুষকে সংবর্ধনা দেওয়া হবে।