আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদনঃ গবেষণার মাধ্যেমে উত্তরবঙ্গের চায়ের মান বাড়াতে চান রাজ্যের প্রথম রাজবংশী সম্প্রদায়ের উপাচার্য।আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হয়েছেন ড: মহেন্দ্র নাথ রায়।রবিবার সন্ধ্যায় উপাচার্যকে আলিপুরদুয়ারের একাধিক সংগঠন আলিপুরদুয়ার পৌরভবনে সংবর্ধনা জ্ঞাপন করেন।এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্টানে আলিপুরদুয়ারের সমস্ত স্তরের শিক্ষা মহলের সাথে জড়িত মানুষ উপস্থিত ছিলেন।এদিন উপাচার্য বলেন, উত্তরবঙ্গের চা শ্রমিকদের আর্থিক অবস্থা ভালো নয়।এই শ্রমিকদের আর্থিক অবস্থা ভালো করতে চায়ের কোয়ালিটি উন্নত করতে হবে।
তিনি বলেন, চায়ের মধ্যে আ্যন্টি অক্সিডেন্ট আছে।গবেষণার মাধ্যমে এই আ্যন্টি অক্সিডেন্টের মান বাড়াতে হবে।চায়ের মান বাড়লে তার দাম বেড়ে যাবে। ফলে চায়ের চাহিদা বাড়বে।
এর ফলে চা শিল্পের সাথে জড়িত আদিবাসী সমাজের জীবনযাত্রা বদলে যাবে।উপাচার্য বলেন,রাজবংশী সম্প্রদায়ের কৃষিক্ষেত্রের উন্নতি নিয়ে ভাবনা চিন্তা করা হবে।