
নিজস্ব প্রতিবেদনঃকরোনা লকডাউনের সময় করোনা সচেতনতার ওপর ছটি সঙ্গীতে সুর ও কন্ঠ দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি পেলেন খবরের ঘন্টার সহ সম্পাদিকা শিল্পী পালিত। মঙ্গলবার স্বামীজির জন্মদিনে শিল্পীদেবী ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে শংসাপত্র, মেডেল, কলম, ব্যাজ সহ অন্যান্য উপহার সামগ্রী পেয়েছেন।

করোনা সচেতনতার ওপর ওই ছটি সঙ্গীত রচনা করেছেন খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষ। এর আগেও করোনা লকডাউন শুরু হওয়ার ঠিক আগে গত ফেব্রুয়ারী মার্চে সামজিক সচেতনতার সঙ্গীত রচনার ওপর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পান খবরের ঘন্টার সম্পাদক। এক বছর যেতে না যেতেই আবার খবরের ঘন্টার ঝোলাতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি। এবার করোনা সচেতনতার সুর ও কন্ঠের ওপর স্বীকৃতি পেলেন শিল্পীদেবী। এর আগের সামাজিক সচেতনতার সঙ্গীতগুলোর ওপরও সুর ও কন্ঠ দেন শিল্পীদেবী। বিভিন্ন অনুষ্ঠানেও খবরের ঘন্টার উদ্যোগে তৈরি সামাজিক সচেতনতার সঙ্গীতগুলো বিনা পারিশ্রমিকে পরিবেশন করেন প্রতিভাময়ী এই
সঙ্গীত শিল্পী। খবরের ঘন্টাতেও তিনি বিনা পারিশ্রমিকে তাঁর সেবা দিয়ে যাচ্ছেন। খবরের ঘন্টার সম্পাদক তাঁর অবদানের কথা সবসময় কৃতজ্ঞ চিত্তে স্মরন করছেন। নিচে শুনুন করোনার সঙ্গীতগুলো —
https://www.facebook.com/423419938082487/posts/1114926418931832/