করোনা আবহে নগরায়ন ও অর্থনীতি নিয়ে বই প্রকাশ অশোক ভট্টাচার্যের , উদ্বোধনে সৌরভ গাঙ্গুলি

নিজস্ব সংবাদদাতা,কোলকাতা, ২০ অক্টোবরঃ করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতি নগরায়নে কতটা প্রভাব পড়তে পারে তা নিয়ে একটি বই লিখেছেন শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি পুর সভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অশোক ভট্টাচার্য। বইটির নাম দিয়েছেন “করোনা পূর্ব ও উত্তর নগরায়ন ও নগর অর্থনীতি”।

মঙ্গলবার বইটি আত্মপ্রকাশ করে কোলকাতা প্রেস ক্লাবে। বইটির উদ্বোধন করেন সৌরভ গাঙ্গুলী। উপস্থিত ছিলেন বিধায়ক সুখবিলাস বর্মা। এদিন বই প্রকাশ অনুষ্ঠানে এসে সৌরভ গাঙ্গুলী বলেন, অশোক ভট্টাচার্যের সমস্ত কাজের সাথে তিনি আছেন। তাই ওনার এক ডাকেই উপস্থিত হয়েছেন বই প্রকাশ অনুষ্ঠানে। ভবিষ্যতেও তিনি অশোক ভট্টাচার্য ও তার পরিবারের পাশে থাকবেন বলেও জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী।