কাটুম কুটুম তৈরির নেশায় কল্লোল দে

শিল্পী পালিত ঃ জলপাইগুড়ি থেকে কল্লোল দে তাঁর কাটুমকুটুম তৈরির নেশা সম্পর্কে বলেছেন —

আমি কল্লোল দে। এটা আমার হবি, ছোট বেলা থেকেই পাহাড় জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসি। জয়ন্তী নদীর ধারে কুড়িয়ে পাওয়া কাঠ দেখে ভাবছিলাম এর থেকে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিলেই একটা রূপ ফুটে উঠছে, সে চল্লিশ বছর আগের কথা, সেই থেকে শুরু আমার কাটুমকুটুম তৈরির নেশা। মাস দুয়েক আগে হঠাৎ একদিন নুড়ি পাথর নিয়ে নাড়াচাড়া করতে করতে দেখলাম একটার সাথে আরেকটা জুড়ে দিলে চলে আসছে সুন্দর এক আকৃতি, শুরু হলো আরও এক নেশা, তাই সময় সুযোগ পেলেই কুড়িয়ে আনি মরা গাছের শেকড় বা নুড়ি পাথর আর তা নিয়ে মেতে উঠি নতুন কোনো রূপ দেবার আনন্দে……

কামারপাড়া, জলপাইগুড়ি

#কাটুম_কুটুম_তৈরির_নেশায়_কল্লোল_দেশিল্পী পালিত ঃ জলপাইগুড়ি থেকে কল্লোল দে তাঁর কাটুমকুটুম তৈরির নেশা সম্পর্কে বলেছেন…

Posted by Khabarer Ghanta on Thursday, October 8, 2020