লাগাতর বর্ষনে বিপর্যস্ত উত্তরদিনাজপুর, নদীর জল বেড়ে জলমগ্ন বহু গ্রাম

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর, ২৬ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গে লাগাতার বর্ষনে বিপর্যস্ত উত্তরদিনাজপুর। লাগাতার বৃষ্টিতে উত্তরদিনাজপুর জেলায় বেড়ে গিয়েছে প্রতিটি নদীর জল। নদীর জল বেড়ে যাওয়ায় বেশ কিছু গ্রাম জল মগ্ন হয়ে পড়েছে। বিপাকে বেশ কিছু গ্রামের বাসিন্দা। চোপড়া ব্লকের বেরিং নদীর জল বেড়ে গিয়ে ভেড়ভেড়ী গ্রামে জল ঢুকে জলের তোড়ে রাস্তা ভেঙে যাওয়ায় বিপাকে গ্রামের সাধারন মানুষ। জলের তোড়ে রাস্তা ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে এই রাস্তার অবস্থা বেহাল দশায় পরিনত হয়েছিলো। লাগাতার বৃষ্টির কারনে নদীর জল বেড়ে যাওয়ায় গ্রামে জল ঢুকে জলের স্রোতে রাস্তা পুরোপুরি ভেঙে যায়। যার ফলে অন্যের মাঠ দিয়ে চলাফেরা করতে হচ্ছে। ভীষন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের।

অন্যদিকে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহার উদ্দিন জানিয়েছেন, লাগাতার বৃষ্টির কারনে চোপড়া ব্লকের ৮টি গ্রামপঞ্চায়েতের বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়েছে। অনেক রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টি কমলেই সেইসব রাস্তা মেরামতির কাজ শুরু হবে।