শিলিগুড়ি থেকে সিকিম এবং কালিম্পংয়ের সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল শুরু

নিজস্ব সংবাদদাতা, কালিম্পং, ২৪ সেপ্টেম্বরঃ ধসের কারণে বুধবার সকাল থেকে বন্ধ থাকার পর, বৃহস্পতিবার অবশেষে খুলে গেলো শিলিগুড়ি থেকে সিকিম এবং কালিম্পঙের মধ্যে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই ১০ নম্বর জাতীয় সড়কের তিস্তা বাজার সংলগ্ন ২৯ মাইল থেকে ধস সরানোর কাজ শুরু হয়। কিছুটা ধস সরিয়ে শুরু হয় একমুখী যান চলাচল। একমুখী যান চলাচলের ফলে খুব ধীর গতিতে যান চলাচল করছে ১০ নম্বর জাতীয় সড়কের বেশ কিছু এলাকায়। অপরদিকে, শ্বেতীঝোরায় পাহাড় কেটে রাস্তা চওড়া করার কাজে হাত লাগিয়েছে পূর্ত দপ্তর। এখানেও ঝুঁকি নিয়ে একমুখী যান চলাচল শুরু হয়েছে।

প্রসঙ্গত মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টির কারণে ১০ নম্বর জাতীয় সড়কের দুটি জায়গায় ব্যাপক ধ্বস নামে। শিলিগুড়ি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ২৯ মাইল এলাকার দুজায়গায় ধ্বস পরে। এর পাশাপাশি, শিলিগুড়ি থেকে তিস্তা বাজারে মধ্যে শ্বেতীঝোড়া এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের একটা বড় অংশ ধসে যায়। এর ফলে বুধবার সকাল থেকে বন্ধ হয়ে যায় শিলিগুড়ি এবং কালিম্পং ও সিকিমের মধ্যে দিয়ে ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল।