নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ সেপ্টেম্বরঃ করোনা আবহের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে গরুমারা জাতীয় উদ্যানে আয়োজিত হল হাতি পুজো। আজ ছুটি কাটিয়ে পুজোয় মাতল কুনকি হাতির দল। সারা বছর এরাই জঙ্গলের পাহাড়ার কাজ করে। কখন ট্রেনে কাটা পরছে, কখনও বা লোকালয়ে এসে মারা যাচ্ছে হাতি। হাতিদের রক্ষার জন্য এদিন বিশ্বকর্মার বাহনকে পূজা করলেন গরুমারা জাতীয় উদ্যানের বনকর্মীরা।
গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত ধূপঝোড়া, গরুমারা ও মেদলা এলিফ্যান্ট ক্যাম্পের কুনকি হাতিদের নিয়ে এদিন মাহুতদের ব্যস্ততা ছিল তুঙ্গে। সকালে হাতিদের স্নান করানোর পর সারা শরীরে সাদা চকের আলপনা, কপালে চন্দনের ফোঁটা ও গলায় ফুলের মালা পড়িয়ে পূজার আয়োজন করা হয়। রোজকার খাওয়ারের পাশাপাশি এদিন হাতিদের মেনুতে ছিল চাল, ডাল, কলা ও বিভিন্ন ধরনের ফলের বাহার। এদিন রীতিমতো উৎসবের আমেজ নিয়েছিলো গরুমারা, ধূপঝোড়া, মেদলার হাতি পিলখানাগুলো।