নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১৮ আগস্টঃ গত কয়েক দিনের তুলনায় মঙ্গলবার কিছুটা বাড়ল শিলিগুড়িতে করোনা আক্রান্তের গ্রাফ। একইভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে দার্জিলিং জেলাতেও। এদিন শিলিগুড়ি পুর এলাকায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ জন। এরমধ্যে দার্জিলিং জেলাভূক্ত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ জন, আর জলপাইগুড়ি জেলাভূক্ত শিলিগুড়ির সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন ১৮ জন। এদিন শিলিগুড়িতে সবচেয়ে বেশি সংক্রামিত হয়েছেন ৪৬ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডে নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ৮ জন। এছাড়া শিলিগুড়ির ২ ৫ ৮ ১৬ ১৭ ২৩ ২৭ ৩১ ৩৩ ৩৫ ৩৬ ৩৭ ৪৩ ও ৪৭ নম্বর ওয়ার্ডে নতুন করে করোনায় সংক্রমনের খবর মিলেছে।
এদিন শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ জন, নক্সালবাড়ি ব্লকে আক্রান্তের সংখ্যা ১৬ জন, ফাসিদেওয়ায় ৩ জন, খড়িবাড়িতে ৫ জনের শরীরে করোনার সংক্রমনের খবর মিলেছে। অন্যদিকে দার্জিলিং পার্বত্য এলাকার সুকনায় আক্রান্ত হয়েছেন ১১ জন, কার্শিয়াং-এ ৩ জন, দার্জিলিং-এ ১ জন, মিরিকে ৩ জন, দার্জিলিং এর পুলবাজারে ১ জনের শরীরে করোনার সংক্রমনের খবর মিলেছে। মঙ্গলবার শিলিগুড়িতে করোনায় মৃত্যু হয়েছে গোপাল মন্ডল নামে শিবমন্দিরের এক বাসিন্দার। এদিন সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন করোনা আক্রান্ত।