নিজস্ব সংবাদদাতাঃ ১৫ আগষ্ট এলেই নিজের ছেলের কথা মনে পড়ে গর্বে বুক ভরে ওঠে ও চোখ জলে ছলছল করে ওঠে কালচিনি মেচপাড়ার বাসিন্দা শহিদ জওয়ান সঞ্জয় তিরকির পরিবারের সদস্যদের। কালচিনি মেচপাড়ার বাসিন্দা সঞ্জয় তিরকি ২০১২সালে বি এস এফ যোগদান করেছিলেন এবং ২০১৮ সালের ৯ মে মণিপুরের ইম্ফলে আতঙ্কবাদীদের বোমা বিষ্ফোরনে কর্তব্যরত অবস্থায় শহিদ হন । ঘরে তার স্ত্রী বাবা ও ছোটো ভাই রয়েছে।
সঞ্জয় তিরকির বাবা বিশুন তিরকি বলেন, আমার বড় ছেলে সঞ্জেয় তিরকি শহিদ হয়েছেন। আমার ছোটো ছেলেও জওয়ান। সে বর্তমানে এস এস বিতে আছে। তিনি জানান দেশের জন্য আমার বড় ছেলে শহিদ হয়েছেন। বড় ছেলে নেই এই দুঃখ যেমন মনে আছে তেমনই পাশাপাশি ছেলের জন্য আমার গর্বও হয় । আমার দুই ছেলে দেশের রক্ষার কাজে নিয়োজিত, তার মধ্যে একজন শহিদ হয়েছে আরেকজন সীমানায় কর্তব্যরত । এই কথা ভেবে আমার বুক গর্বে ভরে ওঠে। বিশেষকরে স্বাধীনতা দিবস এলে যখন চারিদিকে বিভিন্ন দেশাত্মবোধক সঙ্গীত বেজে ওঠে তখন আমার বুক গর্বে ভরে ওঠে।