নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ৬ আগস্টঃ প্রায় প্রতিদিনই কমছে শিলিগুড়িতে পুর এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার শিলিগুড়িতে নতুন করে করোনায় আক্রান্ত হলেন মোট ২৭ জন। ক্রমশঃ করোনার গ্রাফ শিলিগুড়িতে কমতে থাকায় অনেকটাই স্বস্থিতে প্রশাসন থেকে সাধারন মানুষ। এদিন শিলিগুড়িতে করোনায় সংক্রমনের খবর মিলেছে ২ ৩ ১০ ২২ ২৫ ২৬ ২৮ ৩০ ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে।
শিলিগুড়ি পুর এলাকার পাশাপাশি এদিন অনেকটাই সংক্রমণ কমেছে শিলিগুড়ি মহকুমা এলাকায়। এদিন মাটিগাড়া ব্লক এলাকায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ জন, নক্সালবাড়ি ব্লকে মাত্র ৪ জন। এছাড়া দার্জিলিং জেলার কার্শিয়াং পুর এলাকায় ৪ জন আর সুকনায় আক্রান্ত হয়েছেন ১ জন।
এদিন করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত্যু হয়েছে ৪ জনের। এদিন মৃত্যু হয়েছে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার কেরুলাল পাল, সুকান্তপল্লীর বাসিন্দা প্রদীপ সেন, নক্সালবাড়ি বীরসিং জোতের বাসিন্দা ল্যারেঙ্গো মুন্ডার। বাকি ১ জন কিষানগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। এদিন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩২ জন বলে জানিয়েছেন দার্জিলিংয়ের জেলা শাসক এস পন্নমবলম।